সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ নাট্যাচার্য ও অধ্যাপক সেলিম আল দীনের ৬৯ তম জন্মদিন

প্রকাশিত: ১১:১৮ এএম, আগস্ট ১৮, ২০১৮
একুশে সংবাদ: আজ নাট্যাচার্য ও অধ্যাপক সেলিম আল দীনের ৬৯ তম জন্মদিন ।বাংলা নাটকের কীর্তিমান এই নাট্যজন স্বরণে রাজধানী ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হবে। নাট্যাচার্য় সেলিম আল দীন১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজি থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মফিজউদ্দিন আহমেদ ও মাতা ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান সেলিম আল দীন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি ঢাকায় ইন্তেকাল করেন। জাবি ক্যাম্পাসে তাকে সমাহিত করা হয়। তিনি ১৯৬৪ সালে এসএসসি, ১৯৬৬ সালে এইচএসসি এবং টাঙ্গাইল সাদত কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগীয় বাংলা সাহিত্যে নাটক’ অভিসন্দর্ভের জন্য পিএইচডি লাভ করেন। ছাত্র জীবন থেকেই তিনি নাটক ও সংস্কৃতিকর্মে জড়িয়ে পড়েন। সেলিম আল দীন একাধারে নাট্যজন, নাট্য বিষয়ে গবেষক, নাটক রচয়িতা, নির্দেশক ও চলচ্চিত্র সংলাপ লেখক এবং গীতিকার। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। পরে গ্রাম থিয়েটারসহ নাটক ও চলচিত্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। পেশাগত জীবনে তিনি বিজ্ঞাপন সংস্থা বিটপিতে চাকরি করেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। সেই থেকে এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা করেন অধ্যাপক সেলিম আল দীন। এই বিশ্ববিদ্যালয়ের ‘নাটক ও নাট্যতত্ত্ব ’ বিভাগের তিনি প্রতিষ্ঠাতা। নাট্যজন সেলিম আল দীন স্বরণে ঢাকা থিয়েটার দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সংগঠনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল-দীনের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এ ছাড়া নাটকের দল ‘স্বপ্নদল’ আয়োজন করেছে দু’দিনব্যাপী সেলিম আল-দীন স্মরণ উৎসব। একুশে সংবাদ // এস.এন.রাজ // ১৮.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1