সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু

প্রকাশিত: ১১:০৫ এএম, আগস্ট ১৭, ২০১৮
একুশে সংবাদ : ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার ভোর ৫টা থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর ভিড় বেড়েছে কয়েকগুণ। পুরো স্টেশন জুড়েই ঘরে ফেরা মানুষের ভিড়। কেউ ব্যাগ হাতে, কেউবা পরিজনের হাত ধরে ছুটছেন কাঙ্ক্ষিত ট্রেনের দিকে। ইট-পাথরের শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন তারা। যাত্রীরা সবাই লোকাল ও মেইল ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন। কাউন্টারে জায়গা স্বল্পতার কারণে টিকিটপ্রত্যাশীদের লাইন একপর্যায়ে স্টেশনের বাইরে চলে যায়। সুশৃংখলভাবে সবাইকে লাইনে দাঁড়াতে সহযোগিতা করছেন আনসার সদস্যরা। কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যাবে। এরমধ্যে ৩১টি আন্তঃনগর আট বাকি ৩৫টি ট্রেন লোকাল ও মেইল সার্ভিস। কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে নির্ধারিত নিয়মিত ট্রেন ছাড়াও আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন। একুশে সংবাদ // এস.ক.ক // ১৭.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1