সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরে ভূমি অফিসের পোড়াতন ভবনে চুরি

প্রকাশিত: ০৬:০১ পিএম, আগস্ট ১৬, ২০১৮
গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ভূমি অফিসে চুরি হয়েছে। তবে কোনো মালামাল কিংবা অর্থ খোয়া যায়নি বলে কর্তৃপক্ষ দাবী করেছে। জানাগেছে রোববার রাতে কাওরাই ইউনিয়ন পরিষদ এলাকায়, (ভূমি অফিসের পরিত্যক্ত ভবণ) নতুন ভূমি অফিসের পাশের পোড়াতন ভবণের দুটি কক্ষের তালা ভেঙ্গে ভিতর থেকে সিন্দুকসহ অতি গুরুত্বপূর্ন কাগজপত্র চুরি হয়ে গেছ। এখন ওই পোড়াতন ভবনের ভিতরে সন্ধা হলেই বসে যায় মাদক সেবন কারি। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,নতুন ভবণে যাওয়ার পর পোড়াতন ভবণে তালা লাগানো ছিলো,সেই তালা আর দরজা ভেঙ্গে ভিতরে চলে নেশাসহ বিভিন্ন ধরনে অপকর্ম। স্থানীয় তোফাজ্জল হোসেন বলেন, এসময় একটি সংঘবদ্ধ চোরের দল দুটি কক্ষের দরজা তাঁরদিয়ে আটকিয়ে রেখে মূল অফিসের তালা ভেঙ্গে ভীতরের আলমারী ও টেবিলের ড্রয়ের তালা ভেঙ্গে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। এই বিষয়ে কাওরাই ভূমি অফিস সহায়ক মতিউর রহমান জানান,আমরা সকাল ১০টা হইতে কাজ শুরু করে বিকাল ৫টার মধ্যেই কাজ শেষ করে চলে যাই,সন্ধার পর কি হয় না হয় তা আমার জানা নেই। তবে শোনেছি পোড়াতন ভবণের তালা ভেঙ্গে ফেলেছে কে বা কাহারা। এই বিষয়ে আমাদের বড় স্যার ভালো বলতে পারবেন। এবিষয়ে কাওরাই ভূমি সহকারি কর্মকর্তা নূরে আলম বলেন,মাত্র এক থেকে দেড় মাস হলো নতুন ভবণে উঠেছি,আসতে আসতে সকল কাগজপত্র আনা হচ্ছে,তবে নতুন ভবণে উঠার পর কে বা কাহারা পোড়াতন ভবনের তালা ভেঙ্গে ফেলেছে তা আমরা জানি না,পোড়াতন ভবনের ভিতর থেকে কোনো প্রকার সিন্দুক বা কাগজপত্র চুরি হয়নি। কাওরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বলেন, ভূমি সহকারি কর্মকর্তা নূরে আলম এর বিষয়ে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে এলাকাবাসির,কিন্তুভূমি অফিসে চুরি সংঘঠিত ব্যাপারে আমার জানা নেই,আমার কাছে এই বিষয়ে কেও কিছু বলেনি। শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি সোহেল রানা বলেন,কাওরাইদ ভূমি অফিসে চুরি সংঘঠিত ব্যাপারে আমার জানা নেই,তবে যদি এই ধরনে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুত আইনানক ব্যাবস্থা নেওয়া হবে। একুশে সংবাদ // এস.সানি // ১৬.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1