সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় শোক দিবসে বিএনপি এখনও উল্লাস করছে : সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ০৪:২২ পিএম, আগস্ট ১৬, ২০১৮
একুশে সংবাদ : জাতীয় শোক দিবসে বিএনপি এখনও উল্লাস করছে। এবার তারা কেক না কেটে মিলাদ করেছেন বেগম জিয়ার জন্য। কিন্তু সেই মিলাদেও তাদের মিথ্যাচারের শেষ ছিল না। আসলে এই ১৫ আগস্টের পিছনে জিয়াউর রহমান এবং গংদের যে অংশগ্রহণ ছিল বা তাদের পরিকল্পনা ছিল সেটা আড়াল করতেই তারা এই জন্মদিনের গল্প ফেলেছে। যাতে তাদেরকে এই শোক দিবস পালন করতে না হয়। অথচ জিয়াউর রহমান বেঁচে থাকতে কোনো দিনই বেগম জিয়ার কোনো জন্মদিন ১৫ আগস্টে পালন করা হয়নি। বিএনপি বলছে তারা ঈদের পরে আন্দোলনে নামবে, আমরা বলি যে ঐ ভাবনা চিন্তা বাদ দিয়ে আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনের মাধ্যমেই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। যদি আপনাদের প্রতি জনগণের আস্থা থাকে। অন্য কোনো পন্থায় অথবা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না।” আজ সকাল ১১টায় বাংলা মোটরে বাংলা মোটর ইউনিট আওয়ামীলীগের শোক দিবসের আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহ আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাসার, যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী এবং শাহবাগ থানার আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক ও সাধারণ সম্পাদক এ্যাড. হামিদ। সভা পরিচালনা করেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মতি লাল। আলোচনা শেষে দোয়া হয় এবং তবারক বিতরণ করা হয়। একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1