সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১ নভেম্বর জেএসসি, ১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী

প্রকাশিত: ১০:১০ এএম, আগস্ট ১৫, ২০১৮
একুশে সংবাদ : আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা । পরীক্ষা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু হবে ১৮ নভেম্বর থেকে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। জেএসসির সূচি জেএসসিতে ১ নভেম্বর বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৪ নভেম্বর ইংরেজি, ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৫ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থী), ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং আরবি পরীক্ষা (অনিয়মিত পরীক্ষার্থী), ১৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ১৫ নভেম্বর আইসিটি পরীক্ষা। এসব পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। বিকালের পরীক্ষা বিকাল ২টায় শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩ নভেম্বর বিকালে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর চারু ও কারুকলা। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর সূচি ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর পিইসি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ এবং ‘আকাইদ ও ফিকহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দেড়টায়। একুশে সংবাদ // এস.এন.রাজ // ১৫.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1