সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কম্বোডিয়ায় (সিপিপি)র জয়লাভ

প্রকাশিত: ০১:০৯ পিএম, আগস্ট ১১, ২০১৮
একুশে সংবাদ : গত ২৯ জুলাই অনুষ্ঠিত কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছে কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) গতকাল শনিবার এ ফল প্রকাশ করা হয় । নির্বাচনে মোট ২০ টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। জাতীয় নির্বাচন কমিটির (এনইসি) অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়, এ নির্বাচনে সিপিপি ৪৮ লাখ ৮০ হাজার বা ৭৬ দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)র স্যামদেক টেকো হুনসেন। জানা যায় প্রিন্স নরোদম রনারিদের ফান্সিপেক পার্টি ৩ লাখ ৭৪ হাজার ৬১০ ভোট বা ৫ দশমিক ৮৮ শতাংশ, বিরোধী দলের সাবেক আইনপ্রণেতা খেম ভিসনার লীগ ফর ডেমোক্রেসি পার্টি ৩ লাখ ৯ হাজার ৩৬৪ ভোট বা ৪ দশমিক ৮৬ শতাংশ এবং বিরোধীদলের সাবেক সদস্য কং মোনিকার খেমার উইল পার্টি ২ লাখ ১২ হাজার ৬৬৯ ভোট বা ৩ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছে। এনইসি জানায়, পার্লামেন্টে আসন বণ্টনের মধ্যদিয়ে আগামী ১৫ আগস্ট এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এনইসি’র ফলাফলের ভিত্তিতে হিসাব করে দেখা যাচ্ছে সিপিপি পার্লামেন্টের ১২৫ আসনে জয়লাভ করেছে। ৬৭ বছর বয়সী হুনসেনের দল এ নির্বাচনে জয়লাভ করায় তিনি আরো পাঁচ বছর সরকারের নেতৃত্ব দেবেন। আগামী ৫ সেপ্টেম্বর নতুন পার্লামেন্ট গঠন করা হবে, ৬ সেপ্টেম্বর নতুন সরকার গঠনে পার্লামেন্টে ভোটাভুটি হবে। একুশে সংবাদ // এস.ই,ফ রাজ // ১১.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1