সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে :মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১০:৫০ এএম, আগস্ট ২, ২০১৮
একুশে সংবাদ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের প্রস্তুতকৃত আইওটি (ইন্টারনেট অব থিংকস) ভিত্তিক ডিভাইস এখন দেশের গ-ি পেরিয়ে সৌদি আরবের মক্কায় পানি সরবরাহ সমস্যা নিরসনে ব্যবহারিত হবে। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। সারা দুনিয়া এখন ডিজিটাল শিল্প বিপ্লবে শরিক হওয়ার চেষ্টা করছে আর বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। মন্ত্রী কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডাটা সফট ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলিইন করপোরেশন প্রস্তুতকৃত একটি আইওটি ভিত্তিক ডিভাইস সৌদি আরবে রপ্তানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। মক্কাকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান ’স্যাকআলভাতানিয়া’ এই অত্যাধুনিক ডিভাইসটি আমদানি করছে। মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকার তথ্যপ্রযুক্তি সেবা কিংবা পণ্য রপ্তানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, আইওটির যাত্রা শুরু করার জন্য তিনশ’ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা আইওটি ডিভাইস তৈরিতে দক্ষতার সাথে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে ২৮টি হাইটেক পার্ক তৈরি করছে। তিনি বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সফটওয়্যার ও হার্ডওয়্যার রপ্তানিতে সরকার ক্যাশ প্রণোদনা প্রদানের কারণে বাংলাদেশি ইলেকট্রনিকস পণ্য আন্তর্জাতিক বাজার দখলে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাংসহ বেশ কিছু নামকরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপন করছে। আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিসমূহ নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে কাজ করছে, বিশ্বের ৮০টিরও বেশি দেশে সফটওয়্যার রপ্তানি হচ্ছে। মন্ত্রী বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রস্তুতকৃত আইওটি ডিভাইসগুলো প্রথমবারের মতো রপ্তানির জন্য সিইও, স্যাকআলভাতানিয়া মোহাম্মদ সালেম বিন মাহফুজের হাতে হস্তান্তর করেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ঢাকা ওয়াসার এমডি ইঞ্জিনিয়ার তাকসিম খান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, ডাটা সফট ম্যানুফ্যাকচারিংয়ের পক্ষ থেকে মাহবুব জামান এবং চেয়ারম্যান হাসান রতন অনুষ্ঠানে বক্তৃতা করেন। একুশেসংবাদ // এস.পি.এই // ০২.০৮.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1