সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সৌদিতে বাংলাদেশি ২ হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৫ পিএম, জুলাই ৩১, ২০১৮
একুশে সংবাদ : পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়ে মোট ১৩ জন হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে দুজন নারী ১১ জন পুরুষ। তারা সবাই মক্কায় মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। বুলেটিনের তথ্য অনুসারে, হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭১ হাজার ৩১০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ০৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সোমবার (৩০ জুলাই) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি ও সৌদি এয়ারলাইন্সের ১০১টি ফ্লাইটসহ মোট ২০১টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করেছে। জানা গেছে, গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সুরাইয়া আক্তার (৬১) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি কে ০৬০৬৫৮৬। একই দিনে কুমিল্লার চান্দের চর থানার জয়নাল আবেদীন (৭০) মারা যান। তার পাসপোর্ট নম্বর বি আর ০১৮৯৯০০। প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন।১৪ জুলাই ঢাকা থেকে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট। একুশে সংবাদ // এস.স,প // ৩১.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1