সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গার্মেন্টস খাতে বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ কর্মী রয়েছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০৬:৪২ পিএম, জুলাই ২৯, ২০১৮
একুশে সংবাদ : গার্মেন্টস খাতে বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক দক্ষ কর্মী রয়েছে। বাংলাদেশের দক্ষ গার্মেন্টস কর্মীদের জন্য ইউরোপের দেশসমূহ হতে পারে অন্যতম শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ২৮ জুলাই ইতালির রোমে দুইটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন ও বাংলাদেশি শ্রমিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আপনাদের কষ্টার্জিত রেমিট্যান্স বৈধপথে প্রেরণ করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন। তিনি যে সকল প্রবাসী বাংলাদেশিরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য এখনও হয়নি, তাদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে মন্ত্রী কর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরিন জাহান, মন্ত্রীর একান্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীর ও উপসচিব মো. সামছুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ফ্যাক্টরি দুটিতে ৫শ’র অধিক বাংলাদেশি কর্মী কাজ করছে। এছাড়াও দেশটিতে কয়েকশত গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সেখানে ৫ হাজারের অধিক বাংলাদেশি কর্মীরা এসকল গার্মেন্টস এ কাজ করছে। এসকল গার্মেন্টসের মালিকও বাংলাদেশি। গত ২০ জুলাই মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করে। আগামী ৩১ জুলাই প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।   একুশে সংবাদ // এস.পি.এই // ২৯.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1