সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার সফল হবে: শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:১০ পিএম, জুলাই ১৯, ২০১৮
একুশে সংবাদ : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনকে অভিযান হিসেবে নিয়েছে সরকার। এ অভিযানে সরকার অবশ্যই সফল হবে। প্রতিমন্ত্রী আজ কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, মাত্র নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলে, চল্লিশ বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে কেন তিন বছরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা যাবে না ? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হবে। প্রশিক্ষিত কর্মজীবী জনগোষ্ঠী গড়ে তুলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস কাজ করছে সরকার। এজন্য সারাদেশে প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর গৃহকর্মে লোক লাগবেই এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গৃহকর্মীদের আট ঘণ্টা কাজ তাদের সাংবিধানিক অধিকার। দিন রাত তাদের দিয়ে কাজ করানো সামন্তবাদী মনোভাবের মধ্যে পড়বে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বলেন, শ্রম মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে তিন বছর মেয়াদি প্রায় তিনশ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পে যারা সফলভাবে কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করবে তাদের স্বাবলম্বী করার জন্য প্রত্যেককে পনের হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। বাবা-মাকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিশুদের জাতি গঠনে উপযুক্ত হয়ে গড়ে উঠার সুযোগ করে দিতে হবে। শ্রম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকগণকে নিজ নিজ জেলায় কোন খাতে কি পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে তার একটি তালিকা শ্রম মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানান। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুরশেদ চৌধুরী এর সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল এর সঞ্চালনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোঃ মাসুকুর রহমান খালেদ বক্তৃতা করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় কিশোরগঞ্জ জেলার উপজেলাসমূহের চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে আইনের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় এবং গণসচেতনতা বৃদ্ধিতে প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালার বিষয়ে অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে মোট ৩৭ জন অসহায়, অসুস্থ, পঙ্গু এবং দুর্ঘটনায় নিহত শ্রমিকের স্বজনদের মাঝে ১৭ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। একুশে সংবাদ // এস.পি.এই // ১৯.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1