সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তীব্র গরমে বাইরে অবস্থা কাহিল

প্রকাশিত: ০৭:৫৯ পিএম, জুলাই ১৯, ২০১৮
একুশে সংবাদ : আজকে এ বছরের সবচেয়ে প্রচণ্ড রোদ এবং তীব্র গরম একটি দিন পার করল ঢাকাবাসী। বর্ষা মৌসুমের মাঝামাঝি, নেই বৃষ্টি , ঘরে বৈদ্যুতিক পাখায়ও কমছে না গরম। বাইরে তো অবস্থা কাহিল। ঘেমে একাকার। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ বছরের সবচেয়ে গরম দিন গেল ঢাকায়। বৃষ্টিহীন দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকায় সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঢাকায় বৃষ্টি হচ্ছে না। এ অবস্থা কাটতে লাগবে দু-একদিন। শ্রাবণের শুরুতে বৃষ্টি না থাকায় এমন আবহাওয়া অস্বাভাবিক নয় বলে তিনি মনে করেন। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একুশে সংবাদ // এস.আলো // ১৯.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1