সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁও হাসপাতালে অপারেশন বন্ধ

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, জুলাই ১৯, ২০১৮
ঠাকুরগাঁও প্রতিনিধি : আকস্মিক ভাবে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে সার্জারি ও অর্থপেডিকস্ বিভাগে অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় মূমুর্ষ ও জটিল রোগে আক্রান্ত রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে । যন্ত্রনা সহ্য করতে না পেরে অনেকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে । হাসপাতাল সুত্রে জানা গেছে, বিগত পনের দিন ধরেই এই হাসপাতালে সার্জারি ও অর্থপেডিকস্ বিভাগে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে । জরুরী বিভাগে কর্মরত ফারুক হোসেন জানান দূর্ঘটনা ও মারামারি প্রতিদিন গড়ে ৫০-৬০ জন নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয় । কিন্তু অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় এসব রোগীদের জরুরী চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হচ্ছে । সদর উপজেলা ফকদনপুর গ্রামের মফিজ হোসেন অভিযোগ করে বলেন, তিনি তার বোনের মেয়েকে সার্জারি ওর্য়াডে ভর্তি করেন । কিন্তু তার চিকিৎসা হচ্ছে না । এই বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ জয় বলেন এনেসথেসিস্ট চিকিৎসক বদলী নিয়ে যাওয়া পর আর কোন চিকিৎসক যোগদান করেনি।ফলে এ কারণে অপারেশন কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে । এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির বলেন এনেসথেসিস্ট চিকিৎসক যোগদান করলেই সার্জারি ও অর্থপেডিকস্ বিভাগে অপারেশন কার্যক্রম পুনরায় চালু হবে । একুশে সংবাদ // এস.বাপ্পি // ১৯.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1