সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এইচএসসিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে

প্রকাশিত: ১১:৩৭ এএম, জুলাই ১৯, ২০১৮
একুশে সংবাদ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছেন। ছাত্রদের পাশের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাশের হারে ৫ দশমিক ৯৫ শতাংশ এগিয়ে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে মুখ্যসচিব নজিবুর রহমান, শিক্ষাসচিব এবং সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি। এবারই প্রথম ৫৫ দিনে এইচএসসির ফল প্রকাশিত হয়েছে। আজ দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে ফল জানতে পারবেন। এছাড়া মুঠোফোনেও ফল জানা যাবে। একুশে সংবাদ // এস.ই,এস // ১৯.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1