সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেনাপোল স্বর্ণ সহ পাচারকারী আটক

প্রকাশিত: ০৩:১১ পিএম, জুলাই ১৮, ২০১৮
যশোর প্রতিনিধি : বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা । সে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। আজ বুধবার সকাল ১০টায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা । বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাবে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সড়কে আগে থেকে অবস্থান নেয়। এ সময় মিলনকে সন্দেহজনক ভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা। আমড়াখালী চেকপোষ্ট বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। একুশে সংবাদ // এস.ইয়ানূর // ১৮.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1