সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৈঠককে ‘অত্যন্ত চমৎকার সূচনা : ট্রাম্প

প্রকাশিত: ১০:৩০ এএম, জুলাই ১৭, ২০১৮
একুশে সংবাদ : ঐতিহাসিক শীর্ষ বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ দু’টির মধ্যকার সম্পর্কের সমস্যা কাটিয়ে তা সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে । বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এটি একটি চমৎকার সূচনা ।প্রত্যেকের জন্যই অত্যন্ত ভাল সূচনা। এই বৈঠকে কেবলমাত্র দুই নেতার দোভাষীরাই উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ দুই প্রেসিডেন্টের মধ্যে এটিই প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিকের ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক বাতিলের দাবি জানানো সত্ত্বেও এ বৈঠক হয়। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ম্যানিপুলেশনের অভিযোগে মার্কিন সিনেট রাশিয়ার ১২ জন সামরিক গোয়েন্দাকে অভিযুক্ত করার পর রাজনীতিকরা এ দাবি জানান। মার্কিন সিনেটে দীর্ঘ শুনানির পর এ ১২ জনকে অভিযুক্ত করা হয়। বৈঠকের শুরুতেই দুই নেতা করমর্দন করেন। এর পর সফলভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য ট্রাম্প পুতিনকে ধন্যবাদ জানান। একুশে সংবাদ // এস.ব.স // ১৭.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1