সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভালবাসা থেকেই সৃষ্টিকর্মের সূচনা :সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ১১:৩৩ এএম, জুলাই ১৬, ২০১৮
একুশে সংবাদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ভালবাসা থেকেই সৃষ্টিকর্মের সূচনা ঘটে। যে পৃথিবী ও এর প্রকৃতিকে হৃদয় দিয়ে ভালোবাসে, তার পক্ষেই সুন্দর ও নান্দনিক সৃষ্টিকর্মের সৃজন করা সম্ভব। এ পৃথিবীতে কোনো কিছুই ফেলনা নয়। মানুষ যদি তার সৃজনক্ষমতা, ইচ্ছা ও কল্পনাশক্তিকে কাজে লাগায়, তাহলে এ পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলা অসম্ভব নয়। পৃথিবীকে সুন্দর ও পরিচ্ছন্ন করে রাখা -এ আন্তরিক অভিপ্রায় ও ধারণা থেকে জীর্ণতায় সুন্দর শিল্পকর্মের সৃষ্টি। এটি শিল্পচর্চার ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। মন্ত্রী গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে Beauty in Wreckage Artist Board বাংলাদেশ গৃহস্থালি আবর্জনা ব্যবস্থাপনা উন্নয়ন এসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে “২য় জীর্ণতায় সুন্দর শীর্ষক গ্রুপ চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান ও জীর্ণতায় সুন্দর শীর্ষক চিত্র প্রদর্শনীর প্রধান উপদেষ্টা চিত্রশিল্পী অধ্যাপক আলপ্তগীন তুষার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীর্ণতায় সুন্দর চিত্র প্রদর্শনীর আহ্বায়ক সুরাইয়া আক্তার চিশতী রিমা। একুমে সংবাদ // এস.এস..পি.এই // ১৬.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1