সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিরোজপুরে ভাসমান সবজি চাষ

প্রকাশিত: ০৩:২৩ পিএম, জুলাই ১২, ২০১৮
একুশে সংবাদ : বর্ষা মৌসুম জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বিলের ভাসমান শাকসবজি চাষ এলাকায় এখন আশীর্বাদ হয়ে চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। চাষের জন্য মৌসুমের শুরুর আবহাওয়া বেশ উপযোগী হওয়ায় ‘ধাপে ধাপে’ নানা শাকসবজি চারার সমারোহ এক মনোহর দৃশ্যের অবতারণা ঘটিয়েছে। ক্ষেতে বিক্রি হতে শুরু করেছে লাউয়ের চারা। সদ্যজাত লাউ চারার বিপণন চলছে সরাসরি কৃষকের হাত থেকে পাইকারি ব্যবসায়ীদের কাছে। প্রতিটি চারা বিক্রি হচ্ছে চার টাকা দরে। চারা গুলো যেমন তরতাজা তেমনি ডাগরও। আক্তার হোসেন (৫০) জানালেন, এক সপ্তাহ ধরে লাউয়ের চারা বিক্রি শুরু হয়েছে। গত বারের চেয়ে দাম বেশী পড়ছে কারণ চাষের উপকরণ খরচসহ উৎপাদন ব্যয় বেড়েছে। গত বছর সাত থেকে সাড়ে সাত হাজার টাকায় এক রশি (১২০ ফুট দীর্ঘ পাঁচ ফুট প্রস্থ) যে ধাপ (চারা উৎপাদনের ভাসমান বীজতলা) চাষিরা কিনেছিলেন তা এ বছর কিনতে হয়েছে সাড়ে আট থেকে নয় হাজার টাকায় কিনতে হচ্ছে। এ গ্রামের ধাপ চাষি ফেরদৌস (৩৩), মোস্তফা (৩৫), রুহুল আমীন (৪১) নামের কয়েক জন ধাপ চাষির সাথে। তারা বললেন, লাউয়ের চারার চাহিদা শুরু হয়েছে। সামনে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করল্লা, বেগুন, মরমা (শশা বিশেষ) ইত্যাদি সবজি চারার চাহিদা বাড়বে এবং ধাপের চাষ শুরু হবে এক মাস পর। বৈঠাকাটা অঞ্চলের ভাসমান শাকসবজি বিশ্বের কৃষি ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর সংশ্লিষ্টদের মধ্যে এ পদ্ধতি নিয়ে আগ্রহ ব্যাপক। হাওর অঞ্চল, ভবদহসহ যশোর-খুলনার বিলাঞ্চল কাপ্তাই হ্রদ, চাঁদপুরের মেঘনার চর ইত্যাদি এলাকায় ভাসমান শাকসবজি চাষের নতুন এলাকা সম্প্রসারিত হয়েছে। ইতিমধ্যে সরকার সুনামগঞ্জের হাওরে কৃষি বিভাগের মাধ্যমে এই চাষ পদ্ধতি ব্যাপকভাবে চালুর কাজ শুরু করেছে। বিশেষত ভাসমান শাকসবজি চাষের আদি এলাকা হিসাবে পরিচিত গোপালগঞ্জের চাঁন্দার বিল, বাইগ্গার বিল, বর্ণিবিল, টুঙ্গিপাড়া ইত্যাদি এলাকাও গত ১০ বছরে এই চাষ পদ্ধতি ‘বাইররা’ চাষ নামে আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। দক্ষিণের বিল এলাকা বৈঠাকাটা-বিশারকান্দি বিল শতবর্ষ ধরে এ চাষে কৃষক নিজেরা অভ্যস্ত হয়ে উঠেছে। এ বিলের মুগারঝোর, বেলুয়া মুগারঝোর, চিতলী, উমরেরপাড়, চামি এ সব গ্রামের ধাপ চাষিরা এখন মহাব্যস্ত। পিরোজপুরের জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার কেন্দ্রিক বিল ও জলাভূমির এমন অনেক গ্রামে ভাসমান বীজতলায় শাকসবজির চারা উৎপাদনে মৌসুমি কৃষির স্বউদ্ভাবিত এ পদ্ধতি শুধু অনন্যই নয় অবাক-বিস্ময়ও। দেশের বিরল এ চাষ পদ্ধতি বর্ষাকাল ও শরৎকাল জুড়ে অর্ধশতাব্দীকাল ধরে এ বিলাঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয় কৃষি কৌশল। যে পদ্ধতি স্থানীয় ভাবে ধাপ বা দল চাষ নামে পরিচিত। একুশে সংবাদ // এস.ব.স // ১২.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1