সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ মীরসরাই ট্রাজেডির ৭ম বার্ষিকী

প্রকাশিত: ০৫:৩০ পিএম, জুলাই ১১, ২০১৮
একুশে সংবাদ : মীরসরাই ট্রাজেডির ৭ম বার্ষিকী আজ । ২০১১ সালের ১১ জুলাই’ মীরসরাই উপজেলার আবুতোরাব স্কুলের ৪৫ ছাত্র প্রাণ হারিয়েছিলো । খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি ঘাতক ট্রাক উল্টে গিয়েছিল সৈদালীর একটি রাক্ষুুসী খাদে। এছাড়া আরো একজন অভিবাবক এবং এক শোকার্ত ব্যক্তি ও মৃত্যুবরণ করেছিল। নিহতদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে সেদিন ছুটে এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পাশে এসে দাড়িয়েছে দেশী বিদেশী অনেক সংস্থা ও প্রতিষ্ঠান। গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উদ্যোগে সেই খাদে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘অন্তিম’। বিদ্যালয়ের মূল ফটকে স্মৃতিসৌধ ‘আবেগ’ নির্মান করেন তৎকালিন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এই দুটি স্মৃতি সৌধে প্রতিবারের মতো এবার ও শ্রদ্ধা জানাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আবুতোরার উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মর্জিনা আক্তার জানান সকাল ৮টায় ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনে বিশেষ দোয়া ও প্রার্থনা, সকাল ৯টায় কালো ব্যাজ ধারন, সকাল ১০টায় শোক র‌্যালী, ১০.৩০ আবেগ থেকে অন্তিমে গিয়ে পুস্পস্তবক অর্পন, সকাল ১১টা থেকে স্মৃতিচারন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই মীরসরাই ট্র্যাজেডি একটি দুঃসহ কান্নার নাম । আজো ৪৫ পরিবারে স্বজনহারাদের শোকার্ত মুখগুলোর বুকে ঝরবে কান্না। এই কান্নার জন্য শুধু আমরা সকলেই যুগে যুগে সমব্যথিত । এই শিশুরা মানুষের মনে গেঁথে রইবে ইতিহাস হয়ে। আমাদের সকলের কামনা এমন মর্মান্তিক ঘটনার পূনরাবৃত্তি যেন আর কোনদিন না ঘটে পৃথিবীর কোথাও। একুশে সংবাদ // এস.এন.জ // ১১.০৭.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1