সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ৪

প্রকাশিত: ০১:১৬ পিএম, জুন ৯, ২০১৮
একুশে সংবাদ : গাজা উপত্যাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ছয়শ জন। খবর আল জাজিরা। নিজেদের ভূমির অধিকারের দাবিতে শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনি। এসময় ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি ও টিয়ারগ্যাস ছুড়লে চার ফিলিস্তিনি মারা যান। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ১৫ বছরের কিশোর এবং বাকিরা তরুণ। এছাড়া ইসরায়েলি সেনাদের গুলিতে এএফপি’র আলোকচিত্রী আবেদ আল বাবা গুরুতর আহত হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে। আবেদ আল বাবা ২০০০ সাল থেকে গাজায় এএফপি’র হয়ে কর্মরত ছিলেন। গত ৩০ মার্চ ভূমি দিবস উপলক্ষে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত ১২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় কৃত্রিম ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। এবারের ভূমি দিবসের বিক্ষোভে শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। একুশে সংবাদ // এস.সম // ০৯.০৬.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1