সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উৎপাদনমুখী কাজের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ক্ষমতায়িত হচ্ছে : কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১১:৪৬ এএম, জুন ৭, ২০১৮
একুশে সংবাদ : কৃষিসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ক্ষমতায়িত হচ্ছে। জনসংখ্যার অর্ধেক অংশ নারীদের খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা অত্যাবশ্যক। সরকার গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ খাদ্যশস্যের একটি দেশ হয়ে উঠেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে Agriculture, Nutrition & Gender Linkages (ANGeL) Results Dissemination শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, কৃষি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টির নিরাপত্তার মূল চালিকাশক্তি। সরকারের আন্তরিকতায় বাংলাদেশ কৃষিতে অনেক অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। প্রযুক্তিভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষকবান্ধব কৃষি নীতির কারণে সর্বোপরি প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে খাদ্য উৎপাদনে আধুনিক, উন্নত ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার শক্তিশালী হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম ও আব্দুল হালিম এবং আন্তর্জাতিক খাদ্য গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আখতার আহমেদ। একুশে সংবাদ // এস.পি.এই // ০৭.০৬.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1