সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এ বছরের হজ ব্যবস্থাপনা উন্নত হবে : ধর্মমন্ত্রী

প্রকাশিত: ১১:৪১ এএম, জুন ৭, ২০১৮
একুশে সংবাদ : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সঠিক ও সুন্দরভাবে হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। সেজন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজের প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করে সারা দেশে সরকারি-বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে সরকার এ বছর একটি উন্নত হজ ব্যবস্থাপনা উপহার দিতে সক্ষম হবে। মন্ত্রী গতকাল সকালে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আসন্ন হজে গমনেচ্ছুক হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতকালে এসব কথা বলেন। মন্ত্রী উপস্থিত প্রশিক্ষণার্থীদের লব্ধ জ্ঞানের আলোকে হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের আন্তরিক প্রশিক্ষণ হজযাত্রীদের হজ পালন সহজ করে তুলবে। উন্নত হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, ২০১৮ সালের হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার লক্ষ্যে এ বছরের শুরুতেই একটি হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। সে আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করণীয়সমূহ পর্যায়ক্রমে সুন্দরভাবে সম্পাদন করছে। মন্ত্রী বলেন, এবছর বাংলাদেশ হতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজযাত্রী হজ করবেন। ইতিমধ্যে সকল হজযাত্রীর হজের নিবন্ধন সম্পন্ন হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া চলছে। ভিসার লজমেন্টের কাজ শুরু হয়েছে। বিমান শিডিউলও পাওয়া গেছে। অনেক এজেন্সি ইতিমধ্যে বিমানের টিকেটের জন্য বুকিং দিয়ে দিয়েছে। অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রণালয় এগিয়ে রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব)-এর মহাসচিব সাহাদাত হোসেন তসলিম প্রমুখ। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) মোঃ হাফিজ উদ্দিন। উল্লেখ্য, চার দিনব্যাপী জেলা পর্যায়ের হজযাত্রীদের প্রশিক্ষকদের এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ১৬টি জেলার প্রশিক্ষক টিম অংশগ্রহণ করে। প্রতিটি জেলায় জেলা প্রশাসকের এক জন প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বা তাঁর প্রতিনিধি, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক জন প্রতিনিধি, দুই জন মুফতি/মাওলানা এবং হাবের এক জন প্রতিনিধিসহ মোট ছয় জনের সমন্বয়ে জেলার হজযাত্রীদের প্রশিক্ষক টিম গঠন করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত এ টিমসমূহ স্ব-স্ব জেলায় আগামী ২১ থেকে ৩০ জুনের মধ্যে জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ পালনের বিধি-বিধান, হজে গমন, স্বাস্থ্য সচেতনতাসহ আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ০৭.০৬.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1