সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ :পরিবেশ মন্ত্রী

প্রকাশিত: ০৬:১৩ পিএম, জুন ৬, ২০১৮
একুশে সংবাদ : পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বব্যাপী নন্দিত হয়েছে। বাংলাদেশ একটি অনগ্রসর দেশ থেকে উন্নয়নশীল দেশের সম্মান লাভ করেছে। এই পর্যায়ে আসতে এদেশকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বাংলাদেশের উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ভবনে ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে নগর সমস্যা এবং বাস্তুচ্যুত মানুষের নগরে অভিগমন ও অভিযোজন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অধিক জনসংখ্যা ও জনসংখ্যার উচ্চ ঘনত্বের কারণে পরিবেশ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। বনজ সম্পদ কমেছে, পানি সম্পদের উপর অত্যধিক চাপ বাড়ছে। ভূমি ব্যবহারের পরিকল্পনা না থাকায় কৃষি জমি কমছে। এ পরিস্থিতি মোকাবিলা করেই টেকসই উন্নয়নের দিকে যেতে হবে। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাম ও শহরের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে হবে। উন্নয়নে ছোট শহর, মাঝারি শহর ও বড় শহরের ভূমিকা নিশ্চিত করতে হবে। তাহলেই বড় শহরের ওপর থেকে চাপ কমবে এবং বড় শহরের সক্ষমতা বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল। একুশে সংবাদ // এস.পি.এই // ০৬.০৬.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1