সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পরিবেশ রক্ষায় আরো সচেতনতা প্রয়োজন : পরিবেশ ও বন মন্ত্রী

প্রকাশিত: ০৯:১২ পিএম, জুন ৫, ২০১৮
একুশে সংবাদ : পরিবেশ রক্ষায় আরো জনসচেতনতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সরকার পরিবেশ ও উন্নয়ন ভাবনা একসাথে করছে বলে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম যেমন চলমান রয়েছে তেমনি পরিবেশসম্মতভাবে উন্নয়ন কার্যক্রম চালু রাখা সরকারের লক্ষ্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবে আইইউসিএন আয়াজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবছর বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির জন্য পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশের বিষয়টা স্থানীয় ব্যাপার নয়, এ সমস্যাটি বৈশ্বিক। তাই প্রত্যেক দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য প্রতিবছর ৫ই জুন বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, এবার বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক পরিবেশ কর্মসূচি যে স্লোগানটি বেছে নিয়েছে সেটি হচ্ছে, ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি।’ এতে বোঝা যায়, প্লাস্টিক সামগ্রী ব্যবহারের কুফল সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির প্রয়েজনীয়তা আসলেই দেখা দিয়েছে। প্লাস্টিক সামগ্রীর ব্যবহার শুধু যে পরিবেশের ক্ষতি করছে তা নয়, এটি মানবদেহের জন্যও ব্যাপক ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়েছে। পেটের পীড়া, হরমোনের সমস্যা, লিভারের সমস্যা, এমনকি অনেক ক্ষেত্রে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের জন্য দায়ী এই প্লাস্টিক সামগ্রী। আইসক্রিম কাপ, সিরাপের বোতল, পানির বোতল, খাবারের কন্টেনার এসব প্লাস্টিকের তৈরি নিত্য ব্যবহার্য জিনিসগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাটতন্তু থেকে প্রাপ্ত সেলুলোজ প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব পচনশীল পলিব্যাগ ও মোড়ক প্রস্তুত করা সম্ভব হয়েছে। বেশ কয়েকটি দেশে উদ্ভাবিত জৈব পচনশীল পলিব্যাগ ও মোড়ক আন্তর্জাতিক বাজারে ক্রমশ সহজলভ্য হওয়ায় সরকার এ ধরনের বায়ো-ব্যাগ ও বায়ো-প্যাকেজিং শিল্পকে উৎসাহ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইউসিএন-এর চেয়ারপার্সন হাসনা জসীম উদ্দীন মওদুদ, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুর রব মোল্লা, উন্নয়ন অণে¦ষার প্রধান নির্বাহী রাশেদ আল মাহমুদ তীতুমীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ানা হাসান প্রমুখ। একুশে সংবাদ // এস.পি.এই // ০৫.০৬.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1