সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছে :এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪০ পিএম, মে ২২, ২০১৮
একুশে সংবাদ : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল, পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমন্বিত ভুমিকা রাখতে হবে। প্রতিমন্ত্রী আজ রংপুর মহানগরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৫ হাজার কি. মি. নতুন সড়ক নির্মাণ, ১১ হাজার ৫০০ কি. মি. পাকা সড়ক রক্ষণাবেক্ষণ ও ৩২ হাজার ৩৫০ কি. মি. সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করেছে। এছাড়া ৮২টি ইউনিয়ন পরিষদ ভবন, ৫৫টি উপজেলা কমপ্লেক্স ভবন ও ৯৫টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। তিনি বলেন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী ও জনসেবার মান বাড়াতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের রাজস্ব আয় বাড়াতে হবে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। একুশে সংবাদ // এস.পি.এই // ২২.০৫.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1