সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের সভাপতিত্বে ওআইসি’র জরুরি সভা

প্রকাশিত: ১২:১৯ পিএম, মে ১৭, ২০১৮
  একুশে সংবাদ : গত ১৪ মে জেরুজালেমে ইসরাইল কর্তৃপক্ষ দ্বারা সংঘটিত সহিংসতায় ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা গ্রহণের জন্য ১৬ মে জাতিসংঘ সদরদপ্তরে অর্গানাইজেশন অভ্ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর রাষ্ট্রদূত পর্যায়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।   বাংলাদেশ ওআইসি’র নবনিযুক্ত কাউন্সিল সভাপতি হিসেবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন।   সভার শুরুতে জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের পরিপ্রেক্ষিতে ইসরাইলের নিরাপত্তাবাহিনী দ্বারা সংঘটিত সহিংসতায় ব্যাপক হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রদূত ডা: রিয়াদ এইস মানছুর ।   এছাড়া আগামী ১৮ মে তুরস্কে অনুষ্ঠিতব্য ওআইসি’র বিশেষ জরুরি শীর্ষ সম্মেলনের বিষয়ে সভাকে অবহিত করেন তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত Feridun Hadi Sinirlioğlu।   সভায় ওআইসিভুক্ত দেশগুলোর স্থায়ী প্রতিনিধিগণ ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর ইসরাইলের অমানবিক ও অযাচিত সহিংসতার তীব্র নিন্দা জানান। জরুরি এ সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী করণীয় কী হতে পারে সে বিষয়েও আলোকপাত করা হয়।   সভায় নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই সাম্প্রতিক সহিংস ঘটনার একটি আন্তর্জাতিক স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানের ওপর জোর দেওয়া হয়।   এছাড়া সুইজারল্যান্ডের জেনেভাতে আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য মানবাধিকার কমিশনের জরুরি সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।   দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ওআইসি’র পক্ষ থেকে অনুরোধ জানানো এবং অন্য কোন সদস্য রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্রকে অনুসরণ না করে সে বিষয়ে কূটনৈতিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।     একুশে সংবাদ // এস.নদি // ১৭.০৫ ২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1