সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন :ধর্মমন্ত্রী

প্রকাশিত: ০৭:০১ পিএম, মে ১৬, ২০১৮
একুশে সংবাদ : পবিত্র মাহে রমজান সমাগত। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা পালনসহ অন্যান্য ইবাদত করার আহ্বান জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পবিত্র মাহে রমজান ১৪৩৯ হিজরিকে স্বাগত জানানোর লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক র‌্যালিপূর্ব সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ধর্মমন্ত্রী এ আহ্বান জানান। ধর্মমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দিনের বেলায় হোটেল/রেস্তোরা বন্ধ রাখা, খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকা, মাদক ব্যবহার থেকে বিরত থাকা, রাস্তা-ঘাট, ফুটপাতসহ সার্বিক পরিবেশ সুন্দর রাখা, যাকাত আদায় করা, গরীব, অসহায় মানুষকে বেশি বেশি সাহায্য করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মাহে রমজানের স্বাগতর‌্যালিতে ধর্মসচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজালসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অসংখ্য মুসুল্লি বিভিন্ন আহ্বান সম্বলিত প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করেন। একুশে সংবাদ // এস.পি,এই // ১৬.০৫.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1