সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কয়েক বছরের মধ্যেই হারিয়ে যাবে যেসব স্থান

প্রকাশিত: ০৫:০৯ পিএম, মে ১৩, ২০১৮
গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক :কানাডা এবং আমেরিকার মধ্যবর্তী এই পার্ক ১৫০টি গ্লেসিয়ার্স ছিল এক সময় ।এখন এর সংখ্যা মাত্র ২৫টি ।১৫ বছর পর সম্ভবত আর একটিও গ্লেসিয়ার দেখা যাবে না এই পার্কে । মালদ্বীপ : নবদম্পতিদের অন্যতম পছন্দের হানিমুন ডেস্টিনেশগুলোর মধ্যে অন্যতম এই মালদ্বীপ ।আবহ্যওয়ার পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাসে আগামী ১০০ বছরের মধ্যে হারিয়ে যেতে পারে মালদ্বীপ । দ্য ডেড সি : ইসরাইল ও জর্ডনের সীমান্ত: সাঁতার না জানলেও দিব্যি ভেসে থাকা যায় এই সমুদ্রে ।ডেড সি-র জনপ্রিয়তা এখানেই ।৩৫ বছরের মধ্যেই সম্ভবত ‘ভ্যানিশ’ হয়ে যাবে এই সমুদ্র । একুশে সংবাদ // এস.র.ন // ১৩.০৫.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1