সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নদী বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

প্রকাশিত: ০৪:৪৮ পিএম, মে ১৩, ২০১৮
একুশে সংবাদ : আবারও দেশের বিভিন্ন এলকার উপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ দিন দেশের উপর দিয়ে কম-বেশি সব জায়গায় এই ঝড় বয়ে যাবে। এই সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়বে। কালবৈশাখীর কারণে বর্তমানে ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী ও ঢাকা অঞ্চলের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৬ থেকে ৮ আট ঘণ্টা পর্যন্ত কালবৈশাখী ঝড় হতে পারে। ফলে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়ীখালী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অন্য এলাকাগুলোর উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে একই দিক থেকে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ভারী বর্ষণ সম্ভাবনা ও সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই বলেও জানিয়েছ আবহাওয়া দফতর। একুশে সংবাদ // এস.স.প // ১৩.০৫.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1