সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

থাইল্যান্ড ভ্রমণে ভিসা আরো সহজ করার আহবান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৬:৫৬ পিএম, মে ৩, ২০১৮
একুশে সংবাদ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ থাইল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে ভিসা পদ্ধতি আরো সহজ করার জন্য থাইল্যান্ডের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় সফররত থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে মত-বিনিময়কালে এ আহবান জানান।খবর বাসস । ইনভেস্টমেন্ট এন্ড ইকোনমিক রিফর্মস বিষয়ক মন্ত্রী কোবসাক পোট্রাকুল থাই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মতবিনিময় শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশে থাইল্যান্ডের ১০০টি প্রকল্পে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে থাইল্যান্ড বিনিয়োগ করলে একটি স্পেশাল ইকোনমিক জোন বরাদ্দ প্রদান করা হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ জন্য সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশের ওষুধ শিল্প নগরীতে থাইল্যান্ডের বিনিয়োগকারীরা বিনিয়োগ করে রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রদত্ত নগদ আর্থিক সহায়তার সুযোগ গ্রহণ করতে পারে। বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিনত হবে। বাংলাদেশ থাইল্যান্ডের সাথে এফটিএ করার জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান,এ মহুর্তে থাইল্যান্ড বাংলাদেশকে ৬,৯৯৮টি পণ্য রপ্তনি ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। গত অর্থ বছরে বাংলাদেশ থাইল্যান্ডে ৪৮ দশমিক ৫৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৭৮১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশের তৈরী পোশাক,ওষুধসহ যে সকল পণ্য থাইল্যান্ডে প্রচুর চাহিদা রয়েছে এমন আরো ৩৬টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে থাই বিনিয়োগ বৃদ্ধির আহবান জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে, আগামী ২০২১ সালে উভয় দেশের বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। তোফায়েল আহমেদ বলেন, থাইল্যান্ড বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। একুশে সংবাদ // এস .স.প // ০৩.০৫.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1