সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে সরকার কোনো আপস করবে না : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৪ পিএম, এপ্রিল ২৬, ২০১৮
একুশে সংবাদ : বিদেশগামী নারী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে সরকার কোনো আপস করবে না। বিদেশে কর্মরত নারী কর্মী অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিদেশগামী নারী কর্মী কোনো প্রতারণা বা হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।   আজ ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘টেকসই উন্নয়নে নিরাপদ নারী অভিবাসন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে বিদেশে নারীর কর্মসংস্থানের ভূমিকা অনস্বীকার্য। রেমিটেন্স অর্জনে নারী কর্মীরা ব্যাপক অবদান রাখছে। নারী কর্মীদের বিদেশে কাজ করতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।   এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকেও এগিয়ে আসতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম। কর্মশালায় ‘টেকসই উন্নয়ন ও নিরাপদ নারী অভিবাসন’ বিষয়ে একটি উপস্থাপনা করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা।   বাংলাদেশ নিরাপদ নারী অভিবাসনের বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অভ্ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ এর সভাপতি বেনজির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি।   মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ এবং এনজিও এর প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করে।       একুশে সংবাদ // এস.পি.এই // ২৬.০৪.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1