সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

“৫৭৮ জন দরিদ্র ব্যক্তিকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী”

প্রকাশিত: ০৪:৩৮ পিএম, এপ্রিল ২৪, ২০১৮
একুশে সংবাদ : আজ ২৪ এপ্রিল, মঙ্গলবার, সকাল ১০টায়, সমাজাসেবা অধিদফতর, আগারগাঁও এ ঢাকা মহানগরীর, ৬টি শহর সমাজসেবা কার্যালয়ের ৫৭৮ জন সেবাগ্রহীতার মধ্যে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। সমাজসেবা অধিদফতরের ঢাকা মহানগরীর শহর সমাজসেবা কার্যালয় সমূহের লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৭৮ জন ক্ষুদ্রঋণ সেবা গ্রহীতার উদ্দেশ্যে সরকারি সুদমুক্ত ক্ষুদ্রঋণ সেবাসহ নানা বিষয়ে সুবিধার কথা তুলে ধরেণ সমাজকল্যাণমন্ত্রী । মন্ত্রী এসময় ক্ষুদ্রঋণ নিয়ে বেসরকারি কিছু সংস্থার মাসিক কিস্তি আদায়ের নানা অপকৌশলের কথা উল্লেখ করেন। জনাব মেনন বলেন, “বাংলাদেশের ক্ষুদ্রঋণ নিয়ে যদিও এখন গোটা বিশ্ব অবগত কিন্তু সেই ক্ষুদ্রঋণ যে এই দেশের মানুষের জন্য কতটা সুখের আর কতটা দু:খের তা বিশ্ববাসী কখনো জানতে পরেনি। বিশ্ব কেবল দেখে ক্ষুদ্রঋণের বাইরের আবরণ, ভিতরের কালো অন্ধকারকে দেখতে পারেনা”। ক্ষুদ্রঋণ এর কিস্তি প্রসঙ্গে এনজিওদের কর্মকান্ড দানবীয় আচরণ এর মত উল্লেখ করে মন্ত্রী বলেন-“আমাদের দেশে এনজিওরা মাসিক কিস্তি তুলতে গিয়ে দেশের গরীব মানুষের ভিটেমাটি ছাড়া করতেও দ্বিধা করে না; এমনকি তারা গরীব মানুষের ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে আসে। গরীবের এই কষ্টের কথা বিশ্ব মিডিয়া জানতে পারে না”। সমাজকল্যাণমন্ত্রী সরকারি সুদমুক্ত ক্ষুদ্রঋণের ঋণ সুবিধা নিতে সকলকে উৎসাহিত করে বলেন- ‘১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চালু করেছিলেন। আজ আমরা শত শত গরীব মানুষকে ক্ষুদ্রঋণ প্রদান করছি। গরীব মানুষেরা যাতে তাদের আত্মকর্মসংস্থান করে নিতে পারে সেলক্ষ্যে সরকার ১ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের ব্যবস্থা করবে। যদি এই ঋণ ফেরত দেবার ব্যাপারে সুবিধাভোগীরা আন্তরিক থাকে তাহলে এই ঋণ যাতে ১ কোটি টাকা পর্যন্ত হয় তা নিয়ে সরকার ভবিষ্যতে কাজ করবে। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জনাব আবু মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব ও পরিচালক (কার্যক্রম), সমাজসেবা অধিদফতর, জুলিয়েট বেগম, পরিচালক (প্রশাসন ও অর্থ), জনাব মো: আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (প্রতিষ্ঠান) , জনাব মো: ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা, সভাপতি, বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন, জনাব মো: সাফায়েত হোসেন তালুকদার, মাহাসচিব, বাংলাদেশ সমাসসেবা অফিসার্স এসোসিয়েশন, জনাব মাহা: কামরুজ্জামান, উপপরিচালক, শহর সমাজসেবা কার্যক্রম, সমাজসেবা অধিদফতর।   একুশে সংবাদ // এস. পি.এই // ২৪.০৪.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1