সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাহুলের ঝড়ে উড়ে গেল কলকাতা

প্রকাশিত: ১১:২৩ এএম, এপ্রিল ২২, ২০১৮
একুশে সংবাদ : দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরের ১৮তম ম্যাচে বৃষ্টি আইনে কিংস ইলেভেন পাঞ্জাব ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।   কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের ৪১ বলে ৭৪ ও অধিনায়ক দিনেশ কার্তিকের ২৮ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় কলকাতা।     জবাবে রাহুল ও গেইল ৫৮ বলে ১১৬ রানের সূচনা এনে দেন পাঞ্জাবকে। অবশ্য ৮ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ৯৬ রান আসার পর বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। ফলে বৃষ্টি আইনে ১৩ ওভারে ১২৫ রানের টার্গেট পায় পাঞ্জাব।   রাহুল ৯টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৬০ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করে ফিরেন গেইল। ৩৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন গেইল।       একুশে সংবাদ // এস .আলো // ২২.০৪.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1