সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ০৬:০৯ পিএম, এপ্রিল ৭, ২০১৮
দিনাজপুর জেলা প্রতিনিধি : “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাঃ সবার জন্য সর্বত্র” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয় ও সরকারি-বেসরকারি সংস্থা সমূহের সহযোগিতায় পালিত হলো ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮। সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর জেনারেল হাসপাতালে এসে সমাপ্ত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ। র‌্যালী শেষে সকাল ১১টায় জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্টিত হয় আলোচনায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমদাদুল হক, আরএমও ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাসুদ রেজা খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এন্টিনা দাস, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক ডাঃ মৃনাল কান্তি রায়, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান প্রমুখ, । আলোচনা সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন করতে হলে ২০২৩ সালের মধ্যে পৃথিবীর আরো ১০০ কোটি মানুষকে অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধার আওতায় নিয়ে আসতে হবে এবং চিকিৎসা সেবার ব্যয় বহন করতে গিয়ে বছরে যে প্রায় ১০ কোটি মানুষ অতি দরিদ্র হয়ে পড়ছে তার সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।           একুশে সংবাদ // এস. নয়ন // ০৭.০৪.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1