সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এই প্রথম নওগাঁয় বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে কালিজিরা

প্রকাশিত: ১২:৪৬ পিএম, এপ্রিল ৫, ২০১৮
নওগাঁ জেলা প্রতিনিধিঃ কালিজিরা ফসল হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে চাষাবাদ নেই বললেই চলে। তবে এই প্রথম নওগাঁয় বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে কালিজিরা। ব্যয়বহুল এই মসলা জাতীয় সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের মাঝে।   এই কালিজিরা আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। কালিজিরা শুধু মসলা জাতীয় ফসল নয়, সব রোগের ঔষধ হিসেবে খ্যাত এই কালিজিরা। আয়ুর্বেদী, ইউনানি ও কবিরাজি চিকিৎসায় কালিজিরা ও কালিজিরার তেল ব্যাপক ব্যবহারের প্রচলিত আছে। আদিকাল থেকে ফসফেট, লৌহ, ফসফরাস ও ক্যারোটিন সমৃদ্ধ কালিজিরা বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।   জেলার রাণীনগরে বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে দামী মসলা জাতীয় ফসল কালিজিরার। চলতি রবি মৌসুমে উপজেলার চকমনু গ্রামে পরীক্ষা মূলক ভাবে চাষ করেছেন সফল কৃষক লিটন খন্দকার।   উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমনু গ্রামের খন্দকার নাজিম উদ্দিনের ছেলে সফল চাষী লিটন খন্দকার কালিজিরা চাষ সমন্ধে বলেন, নিয়মিত ফসল চাষের এক ঘেয়েমী থেকে পরিবর্তন আনার জন্যই মূলত তিনি এই ঔষধী মসলা জাতীয় ফসল চাষের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। কম খরচে বেশি লাভের আশায় উপজেলায় তিনিই প্রথম এই ফসলের চাষ শুরু করেছেন। তিনি আশা করেন খুব অল্প সময়ের মধ্যেই কাটা-মাড়াই শেষ করে বাজারে বিক্রি করতে পারবেন এই দামী ফসল।   তিনি পরীক্ষা মূলক ভাবে চলতি মৌসুমে প্রায় ১০ শতাংশ জমিতে এই কালিজিরার চাষ করেছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এই কালিজিরা চাষে তিনি সফল হয়েছেন বলে জানান।   কৃষি অফিস সূত্রে জানা গেছে, সমতল, বেলে, দোঁ-আশ মাটিতে কালিজিরা ভাল হয়। অগ্রহায়ণ মাসের শেষের দিকে কালিজিরা বীজ বপন করতে হয় এবং তিন মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। চাষ, বীজ, সার ও পানি বাবদ বিঘা প্রতি ৩ হাজার টাকার মতো খরচ হয়, ফলন হয় ৩ থেকে সাড়ে ৩ মণ। বর্তমানে ১ মণ কালিজিরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৯ হাজার টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস,এম গোলাম সারওয়ার বলেন, জেলায় প্রথম রাণীনগর উপজেলায় চাষ করা শুরু হয়েছে কালিজিরার। আর এই কালিজিরা চাষে সফল একজন কৃষক লিটন। তার এই কালিজিরা চাষ এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।   কৃষি বিভাগের পরামর্শ ও উৎসাহে তিনিই প্রথম এই কালিজিরার চাষ শুরু করেছেন। যদিও এই ফসলটি চরাঞ্চলে বেশি হয়, তারপরও এই এলাকার কালিজিরা চাষ করা সম্ভব। স্থানীয় কৃষকরা আগামীতে তার দেখে এই ফসল চাষে আগ্রহী হবেন। সব মিলে ভাল দাম পেলে ধানের মতই এই ফসলের চাষ দিনদিন বৃদ্ধি পাবে বলে তিনি জানান।       একুশে সংবাদ // এস.তানভীর // ০৫.০৪.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1