সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত

প্রকাশিত: ১১:০৮ এএম, মার্চ ২২, ২০১৮
একুশে সংবাদ : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। এই তিনজন হলেন- শিল্প ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের নজরুল ইসলাম, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র বরিশালের পিয়াস রায় এবং খুলনা বিএল কলেজের ছাত্র ও ঠিকাদার আলিফুজ্জামান।   তাদের মরদেহ আজ বৃহস্পতিবার দেশে আসবে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ বিকেল ৩টায় তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।   বিমানবন্দরেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইউএস-বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।   গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এতে নিহত হন ৪৯ জন। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। তাদের মধ্যে শনাক্ত করে গত সোমবার ঢাকায় আনা হয় ২৩ জনের মরদেহ। একুশে সংবাদ // এস. // ২২.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1