সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উন্নয়নশীল দেশে দূর্ণীতি, স্বজনপ্রীতির কোন স্থান নেই : হুইপ ইকবালুর রহিম এমপি

প্রকাশিত: ০১:৫৯ পিএম, মার্চ ২১, ২০১৮
দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি স্বাস্থ্য সেবা গাফিলতিকারীদের কোন ছাড় নেই উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন এ কারনে কোন রোগী যেন চিকিৎসা ও সেবার অবহেলায় কষ্ট না পায় ও মৃত্যুবরন না করে। সুস্থ্য নাগবরিক গড়ে তোলার মাধ্যমেই এদেশের উন্নয়নকে ত্বরানিত করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরনে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে দেশের মানুষের দোয়া ও আর্শিবাদ রয়েছে। দূর্ণীতি, অবহেলা, স্বজনপ্রীতির এদেশে আর স্থান হবে না। দেশকে এগিয়ে নিতে সেবার বিকল্প কিছু নেই। গতকাল দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আকষ্মিক পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন সাবেক শিক্ষক ও আইনজীবি অসুস্থ্য আলহাজ্ব আফতাব উদ্দীন সরকারকে দেখতে যান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোজখবর নেয়ার পর হাসপাতাল পরিচালকের কক্ষে ডাঃ সারোয়ার জাহান, উপ পরিচালক ডাঃ মোঃ আমির আলী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ কান্তা রিমি রায়, উপাধ্যক্ষ ডাঃ সালাম, নিউরো বিশেষজ্ঞ ডাঃ বদরুল হাসান, সার্জারী বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে একই দিন হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে নির্মানাধীন ৪তলা ভবনসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, আওয়ামী লীগ নেতা ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ্ ইয়াজদান মার্শাল, শিক্ষক পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্ষ্টিট, আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম রাহুল, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শেখ মোঃ শাহ্আলম প্রমুখ উপস্থিত ছিলেন।     একুশে সংবাদ // এস.নয়ন // ২১.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1