সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লাইফ সাপ‌োর্টে পাইলট আব‌ি‌দের স্ত্রী

প্রকাশিত: ০৩:২৬ পিএম, মার্চ ২০, ২০১৮
একুশে সংবাদ : কাঠমান্ডুতে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আশংকাজনক অবস্থায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে আছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২০ মার্চ) সকালে চিকিৎসকরা এ তথ্য জানান।   হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলম বলেন, ওনার ব্রেন কাজ করছে না। তবে কিডনি, হার্টসহ অন্য অর্গ্যান এখনো সচল রয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। মস্তিষ্কের অবস্থার উন্নতি হলে তা লাগানো হবে।   বদরুল আলম বলেন, আফসানা খানমের অবস্থা এখনো আশংকাজনক। গতকাল থেকে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত কারো ন্যাচারাল ডেথ না হয় তাকে আমরা ডেথ ঘোষণা করতে পারি না।   উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ওনার সুস্থতার জন্য চিকিৎসা পদ্ধতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। তবে এখন বিদেশে নেওয়া কোনোভাবেই সম্ভব না। তবে প্রয়োজন হলে বুধবার বোর্ড বসিয়ে আবার চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেব। একুশে সংবাদ // এস .সানি // ২০.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1