সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ডিইউজে'র

প্রকাশিত: ০৮:৪০ পিএম, মার্চ ১২, ২০১৮
একুশে সংবাদ: কা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদ্যগত নির্বাচনকে ঘিরে কিছু সদস্যের নেতিবাচক কর্মকাণ্ড ও প্রচারণার নিন্দা জানিয়েছে সংগঠনের নব নির্বাচিত নির্বাহী কমিটি। সংগঠনের জন্য মর্যাদাহানিকর অবস্থান থেকে তাদের সরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে উপস্থিত নির্বাহী কমিটির সদস্যরা মত দেন। একই সাথে সভায় ডিইউজে'র সব সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের মর্যাদা রক্ষায় কাজ করার আহবান জানানো হয়। অপরদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের সময় প্রধান নির্বাচন কমিশনার আবু তাহেরের সঙ্গে বিরূপ আচরণ করার ঘটনার নিন্দা জানানো হয় এবং এ জন্য নির্বাচিত কমিটি দুঃখ প্রকাশ করে। আজ সোমবার ডিইউজের নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় এমন অভিমত ব্যক্ত করা হয়। ডিইউজে'র সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রচার সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালী, জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি, দফতর সম্পাদক আমীর মুহাম্মদ জুয়েল, নির্বাহী পরিষদ সদস্য হালিমা আক্তার লাবণ্য, গোলাম মুজতবা ধ্রুব, শাহানাজ পারভীন, সলিমুল্লাহ সেলিম, এ এম শাহজাহান মিয়া, ইব্রাহীম খলিল খোকন, মহীউদ্দিন পলাশ, ইউনিট চিফ রফিকুল আলম,মোস্তফা হোসেন চৌধুরী, খোরশেদ আলম, এস এম সাহাত, হেমায়েত হোসেন, ডেপুটি ইউনিট চিফ বায়জিদ মুন্সী। সভায় নির্বাহী পরিষদের উপস্থিত সদস্যরা বিগত নির্বাচন পরবর্তী কিছু সদস্যের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপস্থিত সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুললে সভাপতি আবু জাফর সূর্য সবাইকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান। নতুবা সংগঠনের মর্যাদাহানিকর কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। সভায় গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শৃঙ্খলা উপ-কমিটি গঠন করা হয়। সভায় কাশেম হুমায়ুনকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন, মোতাহের হোসেন মাসুম, মনির হোসেন লিটন, আশিস সৈকত, আব্দুর রহমান, উত্তম চক্রবর্তী, পারভীন সুলতানা ঝুমা, মহিউদ্দিন সরকার, কে এম আব্দুল মজিদ। একুশে সংবাদ/জিহা/

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1