সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, মার্চ ১২, ২০১৮
একুশে সংবাদ : ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি ফ্লাইট নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই দুর্ঘটনায় পড়েছে। এতে ১৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ইউএস বাংলার ড্যাশ কিউ-৪০০ বিমানটি আজ সোমবার দুপুরে দুর্ঘটনাকবলিত হয়। ইউএস বাংলার ফ্লাইটটিতে ৬৭ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল বলে জানা গেছে। ইউএস বাংলা কর্তৃপক্ষ দাবি করেছে, সাত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের নিউ ভুবনেশ্বর সিভিল হাসপাতাল ও সিনামাঙ্গাল কেএমসি হাসপাতালে পাঠানো হয়েছে। ইউবিজি ২১১ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমাণ্ডু যাওয়ার পরেই এয়ারপোর্ট রানওয়েতে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার খবর পেয়েই অগ্নিনির্বাপণ কর্মী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যায়। বিমানবন্দরে দুর্ঘটনাকবলিত বিমানটিতে আগুন জ্বলতে ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এয়ারপোর্টের রানওয়েতে প্রচন্ড কালো ধোঁয়া দেখা যায়। এরপরই নিশ্চিত হওয়া যায় যে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র বীরেন্দ্র প্রসাদ বলেছেন, আমরা বিধ্বস্ত প্লেনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না। ইউএস বাংলার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়।     একুশে সংবাদ // এস.কা.ক // ১২.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1