সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিজিএমইএ ভবনটি ভাঙতে আরো এক বছর সময় চেয়ে আবেদন

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, মার্চ ১০, ২০১৮
একুশে সংবাদ : রাজধানীর হাতিরঝিলে পোশাক রপ্তানিকারককদের সংগঠন বিজিএমইএ বহুতল ভবনটি ভাঙতে আরো এক বছর সময় চেয়ে আবেদন করেছে। দেশের সর্বোচ্চ আদালতে গত ৫ মার্চ এ আবেদন করা হয়েছে। এর আগে বিজিএমইএ'র ভবনটি ভাঙতে গত বছরের ৮ এপ্রিল সাত মাস সময় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশে আদালত বলেছিলেন, এটাই শেষ সুযোগ। আর সময় দেওয়া হবে না। আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। ভবন ভাঙতে আদালতের দেওয়া নির্ধারিত সময় আগামী এপ্রিলে শেষ হওয়ার আগেই সময় চেয়ে আবেদন করল বিজিএমইএ কর্তৃপক্ষ। গত বছরের ৫ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ করে দেন। তখন ভবন ভাঙতে কত দিন সময় লাগবে, তা জানিয়ে আবেদন করতে বলেন। বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন সরাতে তিন বছর সময় চেয়ে আবেদন করেন। ১২ মার্চ আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে ছয় মাস সময় দেন। ২০১৬ সালের ২ জুন বিজিএমইএ'র করা লিভ টু আপিল খারিজ হয়ে যায় আপিল বিভাগে। ওই বছরের ৮ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে অবস্থিত বিজিএমইএ’র ১৬তলা ভবনটি অবিলম্বে সংগঠনের নিজ খরচায় ভেঙে ফেলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ৮ ডিসেম্বর রিভিউ আবেদন করে বিজিএমইএ। একুশে সংবাদ // এস.স.প্র // ১০.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1