সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল

প্রকাশিত: ১০:৩৪ এএম, মার্চ ৫, ২০১৮
ইবি প্রতিনিধি: জনপ্রিয় কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। রোববার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসে এ মশাল মিছিল করে তারা। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহবায়ক মোর্শেদ হাবিবের নেতৃত্বে জিয়া মোড় থেকে একটি মশাল মিছিলটি বের হয়। এ সময় তারা ‘জাফর স্যারের উপর হামলা কেন জবাব চাই’, ‘প্রগতিশীল শিক্ষকের উপর হামলা কেন জবাব চাই জবাব দাও’ বলে স্লোগান দেয়। মশাল মিছলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরত্বপূণ্য সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। ইবি শাখা ছাত্রমৈত্রীর আহবায়ক মোর্শেদ হাবিব বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজিবীদের হত্যা করে স্বাধীনতর সূর্যকে স্থিমিত করতে চেয়েছিল পকিস্তানিরা। এখনও তাদের দোসররা বর্তমান বুদ্ধিজিবীদের হত্যা করার চেষ্টা করে প্রগতিশীলতাকে রুখতে চাচ্ছে। পূর্বের ঘটনা গুলোর সঠিক বিচার না হওয়ায় দোষীরা বারবার এমন ঘটনা ঘটাতে সাহস করছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনা গুলো জন সম্মুখে স্পষ্ট না হওয়ায় দোষীরা পার পেয়ে যাচ্ছে। তাই অপরাধী যেই হোকনা কেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। চরমপন্থিদের মূলৎপাটন করে দেশে শান্তি বিরাজের জোর দাবি জানান তিনি।’ এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রমৈত্রীর যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, আরিফ হোসেন, শহিদুল্লাহ, শামিমুল ইসলাম সুমন, আখতার হোসেন আজাদ, মুতাসিম বিল্লাহ পাপ্পু, সজিব হোসেন প্রমুখ।         একুশে সংবাদ // এস.নাঈম // ০৫.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1