সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রী’র মৃত্যু নিয়ে মুখ খুললেন বনি

প্রকাশিত: ১১:২১ এএম, মার্চ ৪, ২০১৮
একুশে সংবাদ : শ্রীদেবীর মৃত্যুর পর প্রথম মুখ খুললেন বনি কাপুর৷ ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের হোটেলে ঠিক কি হয়েছিল তার বিস্তারিত বিবরণ ঘনিষ্ঠ বন্ধু কোমল নাহতাকে দেন বনি৷ কোমল আবার সেই বিবরণ নিজের ব্লগে শেয়ার করেন৷ ট্রেড অ্যানালিস্টিট কোমল জানিয়েছেন, ওইদিন শ্রীদেবীর কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ঠেলে বাথরুমে প্রবেশ করেন বনি৷ তখন বাজে রাত আটটা৷ বনির কথায়, শ্রীকে কয়েক বার জোরে ডাকার পর কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি৷ সন্দেহ হয় তাঁর৷ এরপরই তিনি বাথরুমের কাছে যান৷ দরজা ভেতর থেকে লক না থাকায় বাথরুমে ঢুকে যান৷ শ্রীকে বাথটবে জলের মধ্যে পড়ে থাকতে দেখেন৷ বনির সঙ্গে কোমলের প্রায় ৩০ বছরের সম্পর্ক৷ শ্রীদেবীর শেষকৃত্যের দিন বন্ধুকে কাছে পেয়ে মনের সব কথা শেয়ার করেন বনি৷ শ্রীকে ‘জান’ বলে ডাকত বনি৷ দুবাইয়ের জুমেরিহা এমিরেটস টাওয়ার হোটেলে উঠেছিলেন তারা৷ ওই দিন দুবাইতে যাওয়ার কোনও প্ল্যানই ছিল না বনির৷ শুধুমাত্র স্ত্রীকে সারপ্রাইজ দিতে মুম্বই থেকে দুবাই উড়ে যান৷   এরআগেও শ্রীকে এইভাবে সারপ্রাইজ দিয়েছিল বনি ১৯৯৪ সালে৷ শ্রীদেবীকে কিছু না জানিয়েই হুট করে ব্যাঙ্গালোর চলে আসেন বনি৷ এইভাবেই ‘জান’কে সারপ্রাইজ দিতে ভালোবাসত সে৷   ননদের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোটা কাপুর পরিবার চলে গিয়েছিল দুবাইতে৷ বিয়ে শেষে সকলে ফিরে এলেও থেকে যান শ্রীদেবী৷ বনি বন্ধু কোমলকে জানিয়েছেন, ‘‘২৪ ফেব্রুয়ারি সকালেও কথা হয়েছিল শ্রীর সঙ্গে৷ বলছিল আমায় খুব মিস করছে৷ আমিও বলি তোমায় খুব মিস করছি৷ কিন্তু ওকে তখনও জানতে দিইনি সারপ্রাইজের কথা৷’’ ওইদিন মুম্বই থেকে দুপুর সাড়ে তিনটের ফ্লাইট ধরেন বনি৷ ঘড়িতে যখন ছ’টা বাজে তখন দুবাইয়ের ওই হোটেলে পৌঁছান বনি৷   স্বামীকে দেখে অবাক হয়ে যান শ্রী৷ বনিকে দেখেই জড়িয়ে ধরেন৷ তাঁকে চুমুও খান৷ হোটেলের ঘরে ঢোকার পর প্রায় ১৫মিনিট কথা হয়৷ শ্রীকে তখনই রোমান্টিক ডিনারে নিয়ে যাওয়ার কথা জানান বনি৷ কোমল জানিয়েছেন, বনি লিভিং রুমে বসে ছিল৷ আর শ্রী ডিনারে যাবে বলে স্নান করতে যায়৷   ওদিকে লিভিং রুমে বসে বনি টিভি দেখছিল৷ ওই সময় পাকিস্তান সুপার লিগ চলছিল৷ সেই খেলাই দেখছিল৷ ২০ মিনিট পর ঘড়ির দিকে তাকিয়ে বনি দেখেন তখন প্রায় আটটা বাজে৷ এরপরই শ্রীকে তাগাদা দিতে তাকে বার দু’য়েক ডাকেন৷ কিন্তু কোনও সাড়া না পেয়ে বাথরুমের কাছে চলে যান৷ শুনতে পান কলের আওয়াজ৷   দরজার সামনে গিয়ে জোরে ‘জান জান’ বলে ডাকতে থাকেন৷ তাতেও কোন পাওয়া গেল না৷ এরপরই দরজা ঠেলে ভেতরে চলে যায়৷ ঢুকেই স্তম্ভিত হয়ে যান৷ দেখেন শ্রীদেবীর মাথা থেকে পা বাথটবে জলের মধ্যে৷ ওই অবস্থায় শ্রীকে দেখে কিছুক্ষণের জন্য খেই হারিয়ে ফেলেন৷ কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না৷   ‘শ্রীদেবী মারা গিয়েছে৷ এই ঘটনা বনির জীবনকে যেন তছনছ করে দিয়েছে৷’ জানিয়েছেন কোমল৷ সূএ : কলকাতা ২৪×৭ একুশে সংবাদ // এস.কা.ক // ০৪.০৩.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1