সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভয়ঙ্কর সুন্দর তিনটি জলপ্রপাত

প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ফেব্রুয়ারি ২১, ২০১৮
একুশে সংবাদ : ভিক্টরিয়া জলপ্রপাত : জিম্বাবুয়ে এবং জাম্বিয়া এই দুটি দেশকে বিভক্ত করেছে মধ্য আফ্রিকার এই বিশাল জলপ্রপাত ।প্রায় ৪০কিলোমিটার দূর থেকে জলপ্রপাতের গর্জন ধ্বনি শুনতে পাওয়া যায় । [caption id="attachment_243613" align="aligncenter" width="300"] অ্যাঞ্জেল জলপ্রপাত[/caption]   অ্যাঞ্জেল জলপ্রপাত : ভেনেজুয়েলাতে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে বড় নিরবিচ্ছিন্ন জলপ্রপাত ।জিমি অ্যাঞ্জেল নামক এক বিমান চালক সোনার খনি খুঁজতে যেয়ে এই জলপ্রপাত আবিস্কার করেন । নায়াগ্রা জলপ্রপাত :   কানাডা এবং যক্তরাষ্ট্রের সীমান্তবর্তী তিনটি জলপ্রপাতকে একসাথে নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত ।প্রতি বছর প্রায় তিন লক্ষ দর্শনার্থী নায়াগ্রা জলপ্রপাত দেখতে এখানে ভিড় করে । [caption id="attachment_243614" align="aligncenter" width="300"] নায়াগ্রা জলপ্রপাত[/caption]     একুশে সংবাদ // এস.কা.ক // ২১.০২./২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1