সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সৌম্যর পর ফিরলেন আফিফ

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
একুশে সংবাদ :শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ৩০ বলে অান্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এ ওপেনার। কিন্তু ৫১ রান করেই কুশল মেন্ডিসের বলে এলবিডব্লিউর ফাঁদে ফিরে যান সৌম্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহকে (১৯*) নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম (৩৬*)। আন্তর্জাতিক অভিষেকে শুরুটা ভালো হয়নি জাকির হাসানের। চতুর্থ ওভারের শেষ বলে দানুষ্কা গুনাতিলকার বলে বোল্ড হন জাকির (১০)। অফ স্পিনিং অলরাউন্ডার আফিফকে ক্যাপ দিয়েছেন তামিম ইকবাল। উইকেটকিপার-ব্যাটসম্যান জাকিরকে মুশফিকুর রহিম আর বাঁহাতি স্পিনার নাজমুলকে ক্যাপ পরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদ উল্লাহ। এছাড়া অল-রাউন্ডার আরিফুলকে অভিষিক্ত করেন খালেদ মাহমুদ। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে একসঙ্গে অভিষেক হয়েছিল চার জনের। বাংলাদেশ দল : জাকির হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন একুশে সংবাদ // এস.কা.ক // ১৫.০২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1