সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শাড়ি পরে স্কাইডাইভ করে রেকর্ড (ভিডিও)

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
একুশে সংবাদ : শাড়ি পরেই স্কাইডাইভ করে রেকর্ড গড়লেন ভারতের শীতল রাণে মহাজন নামের এক নারী। থাইল্যান্ডের পাটায়াতে ভারতের পুণের বাসিন্দা শীতল রাণে মহাজন ১৩ হাজার ফিট উচ্চতায় শাড়ি পরে স্কাইডাইভ করে এই নতুন রেকর্ড গড়েন৷ ২০০৩ সালে অ্যাডভেঞ্চার স্পোর্টসে সুপরিচিত শীতল প্রথম ভারতীয় যিনি ৯ মিটারের বেশি লম্বা শাড়ি পরে এই স্কাইডাইভ করেন৷ তাঁর ১৪ বছরের ক্যারিয়ারে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ৭০৫ স্কাইডাইভ করেছেন৷ পেয়েছেন পদ্মশ্রী সম্মানও৷ এক সংবাদ মাধ্যমে শীতল জানান, মহারাষ্ট্রই তাঁকে এই সাহস জুগিয়েছে, তাই তার জন্য কিছু করতেই হত৷ তাই তিনি সিদ্ধান্ত নেন এমন কিছু করবেন তিনি যা দেশের সম্মান বৃদ্ধি করবে৷ স্কাইডাইভের সময় আঁটোসাঁটো পোশাক পরার ওপরই জোর দেওয়া হয়৷ কারণ হাজার হাজার ফিট উপর থেকে লাফ দেওয়ার সময় প্রবল হাওয়াতে খোলামেলা পোশাক নিয়ে সমস্যা হতে পারে৷ কিন্তু শীতল চেয়েছিলেন একেবারে অন্যকিছু করে নজির গড়ে দিতে৷তাই ৯ মিটার দৈর্ঘ্যের শাড়ি পড়ে ১৩ হাজার ফিট ওপর থেকে তিনি লাফ দেন স্কাইডাইভের জন্য৷ আর এই কাজ করেই তিনি রেকর্ড গড়ে ফেললেন৷ কমল সিং ওবেডের থেকে অনুপ্রাণিত হয়েই স্কাইডাইভিং শেখেন শীতল৷ জেদ আর ইচ্ছেকে সঙ্গী করেই স্কাইডাইভিং শেখেন তিনি৷ তাঁর প্রথম স্কাইডাইভ ছিল আর্টিক সার্কেলে৷ এখনও পর্যন্ত ১৭টি জাতীয় এবং ৬-এরও বেশি আন্তর্জাতিক রেকর্ড রয়েছে শীতলের নামে৷ সারা বিশ্বে এখনও পর্যন্ত ৭০৪টি স্কাইডাইভ করেছেন তিনি৷২০০৪ সালে অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরু করেন তিনি৷ উত্তর মেরুতে মাইনাস ৩৭ ডিগ্রী তাপমাত্রায় স্কাইডাইভ করেন তিনি৷২০১৬সালে আন্টার্কটিকাতে ১১,৬০০০ ফিট উচ্চতা থেকে স্কাইডাইভ করে রেকর্ড করেন৷ প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের ৮৯টি দেশ স্কাইডাইভকে স্পোর্টস-এর আওতায় এনেছেন এবং এইসব দেশে প্রফেশন হিসেবেও নেওয়া যায় এই স্কাইডাইভ৷   https://youtu.be/_GmZVFSXtn4   সূত্র: কলকাতা ২৪ একুশে সংবাদ // এস .বা.প্র // ১৩.০২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1