সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কী পরবেন ভ্যান্টাইন্স ডে-তে ?

প্রকাশিত: ০৭:১৩ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০১৮
একুশে সংবাদ : বিশেষ উদযাপন তো সবসময় ভিন্ন সাজেই হয় ! প্রিয় মানুষকে তো আমরা সবসমই ভালোবাসি ,তবু আলাদা করে ‘ভালোবাসা দিবস’ পালন করা হয় বিশেষভাবে এই দিনটি উদযাপন করার জন্য ।প্রতিদিনকার পোশাক পরে বিশেষ এই দিনটি যে পালন করছেন না সেটি তো নিশ্চিত । কিন্ত কোন পোশাকটি পরবেন ,তা নিয়ে চিন্তিত ?বেছে নিতে পারেন এর মধ্যে যে কোনো পোশাক- শাড়ি -- এই যুগে এসেও ভালোবাসা দিবসে এ দেশের তরুণীদের প্রথম পছন্দ সেই পুরোনো শাড়ি ।শাড়ির ব্যাপার ভাবলেই সবার আগে যে বিষয়টি নিয়ে ভাবতে হয় তা হলো ,কী রঙের শাড়িটা ভালো মানাবে এই দিনে ।অনেকেই ভাবেন ,ভালোবাসা দিবসের রঙ মানেই বুঝি লাল ।অথচ লাল তে আছেই ,সঙ্গে নীল,হলুদ,গোলাপী বা কমলতেও কিন্ত সমান আকর্ষণীয় লাগতে পারেন বিশেষ এই দিনে ।তবে যা-ই পড়ুন না কেন, উজ্জ্বল রঙটিই বেছে নিবেন । লাল পালোজ্জো, সাথে লম্বা শার্ট -- সাজে একটু শহুরে আর ট্রেন্ডি ভাব আনতে এই কম্বিনেশনের জুড়ি নেই ।ভালোবাসা দিবস উপলক্ষে বেছে নিন একটি লাল রঙের পালাজ্জ্বো ।সাথে পরুন সাদা রঙের লম্বা শার্ট ।সাদা পরতে না চাইলে, অন্য যে কোনো উজ্জ্বল রঙের শার্টও পরতে পারেন ।যদি হিল জুতা পরার অভ্যাস থাকে ,তবে সেটিও পরে নিতে পারেন ।দিনভর অফিস আর সন্ধ্যায় ডেট ,দুই জায়গাতেই হয়ে উঠবেন আকর্ষণীয় । আরামদায়ক কুর্তা---- সৌন্দর্য ,আধুনিকতা আর স্বাচ্ছন্দ্য-সবকিছুর মিশ্রণ ঘটাতে বেছে নিতে পারেন কুর্তা ।একটি ঝলমলে লাল রঙের কুর্তা সঙ্গে একটি জেগিংস ,গাঢ় লিপস্টিক আর হালকা মেক-আপ; এতেই আপনি হয়ে উঠতে পারেন মোহনীয় ।বিশেষ করে ব্যস্ত জীবনের ফাঁক গলে ভালোবাসা দিবসে ঝটপট একটা সাক্ষাৎ ঘটিয়ে নিতে হলে ,এই পোশাকটাই হবে সবচেয়ে মানানসই । বাক্সের বাইরে যদি চিরচেনা সব ধরনের সাজ থেকেই এই দিন মুক্তি পেতে চান ,তাহলে আপনার পছন্দ হতে পারে এ যুগের হাই-লো ধরণের পোশাক অথবা অফ-শোলডার টপস ।এই দু‘টিই এ সময়ের তরুণীদের মধ্যে ভীষণ ট্রেন্ডি ।যদি এখন পর্যন্ত এ ধরনের পোশাক পরা না হয়ে থাকে ,তবে এই ভালেবাসা দিবসের উদযাপনেই না হয় পরে নিন । একুশে সংবাদ // এস.এস // ১২.০২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1