সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কলকাতা বইমেলায় উদার আকাশ প্রকাশনের ছয়টি গ্রন্থের প্রকাশ

প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০১৮
একুশে সংবাদ : আর্ন্তজাতিক কলকাতা বইমেলায় মিডিয়া সেন্টারে উদার আকাশ প্রকাশনের ছয়টি গ্রন্থের প্রকাশ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ২ টোর সময় কলকাতা আন্তর্জাতিক বইমেলার মাঠে মিডিয়া সেন্টারে "উদার আকাশ" প্রকাশনের ছয়টি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করবেন প্রখ্যাত সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক ও ডিআইজি ট্রাফিক ড. হুমায়ুন কবীর, প্রাক্তন আইপিএস মো: নিজাম শামীম, সংগীত শিল্পী নূপুর কাজী, মধুশ্রী হাতিয়াল, আরেফিন কাজী, সমাজকর্মী ডা: নাবিলা খান এবং বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সঙ্গে উপস্থিত থাকবেন পরিষদের ১৫ জন সিনিয়র সদস্য। তালাকের প্রয়োগ-পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানার্জন প্রয়োজন, এটা অস্বীকার করা যায় না। এই কাজে এগিয়ে এসেছেন স্বনামধন্য প্রাবন্ধিক মইনুল হাসান। ইসলামের আইন বিষয়ে সাধারণ মানুষের সীমিত জ্ঞানকে সঠিক ভাবে আলোকিত করার জন্য তাঁর মতো মানুষের এই প্রয়াস সর্বস্তরের মানুষের কদর লাভ করবে আশা করা যায়।   লেখক দীর্ঘদিন ভারতের আইনসভার সদস্য, জন-আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে এবং নানান পত্র-পত্রিকাগুলিতে নিয়মিত লেখার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতায় সমৃদ্ধ।   ফলে তাঁর এই বই সেই সমৃদ্ধতার সাক্ষ্য বহন করছে। সুপ্রিম কোর্টের কয়েকটি ঐতিহাসিক রায়ের সংক্ষিপ্তসার সংযোজিত হয়েছে এই গ্রন্থে। গ্রন্থের নাম 'ইসলামী আইন বিবাহ তালাক উত্তরাধিকার' এই গ্রন্থটি সহ 'উদার আকাশ' পত্রিকা ও প্রকাশনের প্রকাশক আরও ৫ খানা বই প্রকাশ করবেন এবারের বইমেলায়। প্রথমটি সামশুল আলম রচিত 'মাটির শিতান মাটির পৈথান'। এটি নয়টি বিভিন্ন আঙ্গিকের ছোটোগল্পের সংকলন। দ্বিতীয়টি সামশুল আলম রচিত একটি উপন্যাস 'জবালা পুত্র'। এক দৃঢ়চেতা নারীর এক আত্মমগ্ন শিল্পীর সাধন-সঙ্গিনী হয়ে ওঠার কাহিনী। তৃতীয়টি একটি প্রবন্ধ-গ্রন্থ। নাম 'প্রবন্ধ সংগ্রহ ভাবনার নানা দিক'। সম্পাদনা ড. আমিনা খাতুন। সাধারণ থেকে প্রবন্ধের সিরিয়াস পাঠক -- সকলেরই ভালো লাগবে এর বিষয় নির্বাচন ও উপস্থাপনার নতুনত্ব। চতুর্থটি একটি গল্পগ্রন্থ। 'অন্য গাঁয়ের আখ্যান' লেখক মোঃ আবেদ আলি। ভিন্ন এক আঙ্গিকে অদ্ভুত মুন্সিয়ানায় একেবারে কাছে থেকে নিজের জীবন দিয়ে দেখা কতগুলি সত্যিকার মানুষের চরিত্র শিল্পীর তুলিতে এঁকেছেন লেখক। পঞ্চম গ্রন্থটির নাম 'নীহারিকার সংগ্রাম।' এক সংগ্রামী নারীর জীবনগাঁথা। এই উপন্যাসটি লিখেছেন গীতা সরকার প্রামাণিক।উল্লেখ্য, "উদার আকাশ" পত্রিকাটির বইমেলা সংখ্যায় একগুচ্ছ গবেষণামূলক প্রবন্ধ- নিবন্ধের তালিকা দেখে উৎসাহী হতেই হবে। "উদার আকাশ" পত্রিকা ও প্রকাশনের গ্রন্থগুলির প্রচ্ছদ, বাঁধাই ও ছপা বেশ ভাল। ইতিমধ্যে "উদার আকাশ" প্রকাশনা জগতে কিছু ভাল গ্রন্থ প্রকাশ করেছে, যা অনেকেই মুগ্ধ করেছে। "উদার আকাশ" প্রকাশনের প্রয়াস দ্রুত পাঠক মনে দাগ কাটছে। সাহিত্য সেবা দিয়ে মনের আকাশ সমৃদ্ধ করতে 'উদার আকাশ' নিয়মিত কাজ করছে। পিছিয়ে রাখাদের তুলে আনতে লেগে থাকছেন, সংগ্রাম জারি রাখছেন, এটাই বড় পাওয়া সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ-এর কাছে। 'উদার আকাশ' প্রকাশনের কিছু রেয়ার ও মূল্যবান গ্রন্থ পাঠককে গভীর ভাবে উৎসাহিত ও প্রাণিত করছে। আর্ন্তজাতিক কলকাতা বইমেলাতে লিটল ম্যাগাজিন প্যাভিলন চত্বরে ১৭৫ নম্বর টেবিলটি হল 'উদার আকাশ' পত্রিকা ও প্রকাশনের টেবিলে 'উদার আকাশ' প্রকাশনের বই, 'উদার আকাশ' পত্রিকা ও 'উদার আকাশ'-র বিশেষ সংখ্যা পাওয়া যাচ্ছে । একুশে সংবাদ // এস.ফারুক // ০৬.০২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1