সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২০০ কোটির ক্লাবে ‘পদ্মাবত’

প্রকাশিত: ১১:২৮ এএম, ফেব্রুয়ারি ৬, ২০১৮
একুশে সংবাদ : কয়েকটি রাজ্যে ‘পদ্মাবত’ মুক্তি পাইনি৷ তারপরেও মুক্তির এগারো দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে ঢুকে গেল সঞ্জয় লীলা বনশালীর পিরিয়ড ড্রামা ‘পদ্মাবত’৷ প্রবল বাধার মধ্যে ২৬ জানুয়ারি মুক্তি পায় ‘পদ্মাবত’৷ মুক্তি পাওয়ার পরই ছবিটি বক্স অফিসে ঝড় তোলে৷ প্রথম সপ্তাহে ১৬৬ কোটি টাকার ব্যবসা করে নেয়৷ দ্বিতীয় সপ্তাহে ৪৬ কোটি টাকার ব্যবসা করে৷   ট্রেন্ড বিশেষজ্ঞ তরণ আর্দশ টুইট করে লেখেন, ডবল সেঞ্চুরি করে ফেলেছে ‘পদ্মাবত’৷ দ্বিতীয় সপ্তাহে ৪৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি৷ এখনও অবধি বক্স অফিস কালেকশন ২১২.৫০কোটি টাকা৷   প্রথম দিনের রোজগারের নিরিখে বনশালীর এই ছবি অন্য সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। ছবির বাজেট ছিল ১৮০ কোটি টাকার কাছাকাছি। আইম্যাক্স ও থ্রিডি ফরম্যাটেও মুক্তি পেয়েছে পদ্মাবত। এ জন্যও নির্মাতাদের খরচ হয়েছে ২০ কোটি টাকা। বহু রাজ্যে মুক্তি পেতে না দিয়েও কোনও লাভ হল না কারনি সেনার। উলটে লক্ষ্মীর ভাঁড়ার প্রথমদিন থেকেই উপচে পড়তে শুরু করেছে বনশালীর দুয়ারে।   এদিকে পদ্মাবত প্রদর্শন রুখতে রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ আরও কয়েকটি স্থানে কারনি সেনার বিক্ষোভ অব্যাহত ছিল৷ তবে তার শক্তি এখন অনেকটাই কমেছে৷ যেভাবে ছবি মুক্তির আগে তারা বিদ্রোহ শুরু করেছিল তা এখন ঝিমিয়ে পড়ছে৷     একুশে সংবাদ // এস.ক.তা // ০৬.০২.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1