সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:০১ পিএম, জানুয়ারি ৩০, ২০১৮
একুশে সংবাদ : আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে দেশের উত্তর-পূর্বের বিভাগীয় শহর সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে বেলা পৌনে ১২টায় হজরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। বেলা ১২টায় তিনি হজরত শাহপরান (রহ.) এর মাজারে পৌঁছান। এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান প্রমুখ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও রয়েছে,উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, তৌফিক-ই-এলাহী, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সংসদ সদস্য শেখ হেলাল, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। একুশে সংবাদ // এস.কা.ক // ৩০.০১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1