সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শীতের শেষ আমেজে পিকনিক আর ভ্রমণ

প্রকাশিত: ০৪:৩১ পিএম, জানুয়ারি ২৯, ২০১৮
একুশে সংবাদ : শীতকালের এই চমৎকার আবহওয়া ভ্রমণ কিংবা পিকনিকের জন্য খুবই আরামদায়ক ।চলুন জেনে আসা যাক ঢাকার আশেপাশের কয়েকটি নান্দনিক ভ্রমণ গন্তব্য সম্পর্কেঃ ছুটি রিসোর্টে :   ছুটির রিসোর্টে নৌভ্রমণের ব্যবস্থা, বিরল প্রজাতির সংরক্ষিত বৃক্ষের বনে রয়েছে টানানো তাঁবু ।ছনের ঘর, রেগুলার কটেজ, বার্ড হাউস, মাছ ধরার ব্যবস্থা, হার্বাল গার্ডেন, বিষামুক্ত ফসল, দেশীয় ফল, সবজি, ফলের বাগান, বিশাল দুটি খেলার মাঠ, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠা ঘর, বাচ্চাদের জন্য কিডস জোনসহ সারা দিন পাখির কলরব, সন্ধ্যায় শিয়ালের হাঁক, বিরল প্রজাতির বাঁদুড়, জোনাকি পোকার মিছিল ও আতবাজি, ঝিঁঝিঁ পোকার হৈচৈ । আর ভরা পূর্ণিমা হলে তো কথাই নেই ।রিসোর্টের নিয়ম অনুসারে চাঁদনী রাতে বিদ্যুতের আলো জ্বালানো হয় না ।ভরা পূর্ণিমা এবং রিমঝিম বর্ষা উপভোগ করার জন্য এই ছুটিই হচ্ছে অন্যতম রিসোর্ট । ভাড়া :কটেজগুলো ২৮ ঘন্টার ভাড়া ৩ হাজার থেকৈ ১০ হাজার টাকা ।কনফারেন্স রুম ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং পিকনিকের জন্য ১০০ থেকে ২০০ জনের ভারা ৯০ হাজার থেকে ১ লাখ টাকা । কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান, মহাখালী থেকে বিআরটিসি কিংবা অন্য যে কোনো বাসে গাজীপুর শহর, সেখান থেকে রিকশায় তিন কিলোমিটার আমতলী বাজার ।আমতলী বাজারের পাশেই ছুটি রিসোর্ট ও পিকনিক কর্নার ।   সাবাহ গার্ডেন : বিশ্বের বিভিন্ন নামি-দামি মনীষীর অমিয় বাণী দিয়ে পুরো রিসোর্টটি সাজিয়ে রাখা হয়েছে ।রিসোর্টটির নাম সাবাহ গার্ডেন রিসোর্ট ।দেশের একমাত্র রিসোর্ট এটি, যেখানে রয়েছে একটি লাইব্রেরি । [caption id="attachment_241631" align="aligncenter" width="300"] সাবাহ গার্ডেন রিসোর্ট[/caption] বিশ্বের নামি-দামি লেখকদের নানা বই রিসোর্টটিকে ভিন্ন রুপ এনে দিয়েছে ।এখানে রয়েছে গ্রামের মাটির ও টিনের ঘর ।৩৬ বিঘার ওপর নির্মিত এই রিসোর্টের বিভিন্ন লোকেশনে রয়েছে বড় বড় মনীষীদের প্রতিকৃতি । রয়েছে সৌন্দর্যমিণ্ডিত কয়েকটি কটেজও ।রয়েছে ৬টি ছোড়-বড় পুকুর ।রয়েছে বাঘ, হাতসহ কয়েকটি প্রাণীর প্রতিকৃতিও ।বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সাবাহ গার্ডেন রিসোর্ট । এর প্রধান আকর্ষণ বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজের সমাহার ।আর এই সাবাহ গার্ডেন রিসোর্টটি প্রতিষ্ঠা করেন হাসান উদ্দিন সরকার ।তিনি জানান, প্রকৃতির সঙ্গে বিনোদন, বই নিয়ে ব্যস্ত থাকার চিন্তার ফসল এটি । ভাড়া :পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা । যেভাবে যাবেন :নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে ঢাকা চৌরাস্তা পেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠতে হবে ।এই মহাসড়ক ধরেই মাওনা চৌরাস্তায় পৌঁছাবেন ।সেখান থেকে ৪ কিলোমিটার পশ্চিমে সিংগারদিঘি গ্রামে সাবাহ গার্ডেনের অবস্থান । একুশে সংবাদ // এস.বি,সি // ২৯.০১.২০১৮

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1